শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৩:১১

দেশের অষ্টম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হলো নুরুলের

দেশের অষ্টম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হলো নুরুলের

উত্তরণবার্তা ডেস্ক : দেশের অষ্টম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হলো নুরুল হাসান সোহানের। আজ থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টস করতে নেমেই অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয় সোহানের। তবে হার দিয়ে যাত্রা শুরু হলো সোহানের। প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হারলো সোহানের নেতৃত্বাধীন দলটি।

নুরুলের আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। এই ফরম্যাটের বাংলাদেশের প্রথম অধিনায়ক ছিলেন শাহরিয়ার নাফীস।  

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া অধিনায়কদের পরিসংখ্যান :
অধিনায়ক    ম্যাচ    জয়    হার    টাই    পরিত্যক্ত
শাহরিয়ার নাফীস    ১    ১    ০    ০    ০
মোহাম্মদ আশরাফুল    ১১    ২    ৯    ০    ০
সাকিব আল হাসান     ২১    ৭    ১৪    ০    ০
মুশফিকুর রহিম    ২৩    ৮    ১৪    ০    ১
মাশরাফি বিন মর্তুজা    ২৮    ১০    ১৭    ০    ১
মাহমুদুল্লাহ রিয়াদ    ৪৩    ১৬    ২৬    ০    ১
লিটন দাস    ১    ০    ১    ০    ০
নুরুল হাসান সোহান    ১    ০    ১    ০    ০
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK