শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৫:২৭
ব্রেকিং নিউজ

নোবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটে অংশগ্রহণ করবে ১৭৮২ ভর্তিচ্ছু

নোবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটে অংশগ্রহণ করবে ১৭৮২ ভর্তিচ্ছু

উত্তরণবার্তা প্রতিবেদক : গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)  ৩ মে শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষা। এ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৭৮২ জন পরীক্ষার্থী। ২ মে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবনের মোট ৪২টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে ১ ঘণ্টাব্যাপী চলবে এ পরীক্ষা। ভর্তি পরীক্ষা আয়োজনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইতোমধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কক্ষ ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে দেয়া হয়েছে। এছাড়াও ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে বাস সুবিধার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভর্তি পরীক্ষা ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান বলেন, "নির্বিঘ্নে ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষার দিন প্রক্টরিয়াল বডি ও পুলিশের টিম সার্বক্ষণিক মাঠে থাকবে।"
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK