শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:২৬

অ্যাপ ওপেন না করেই কল দেয়া যাবে মেসেঞ্জারে

অ্যাপ ওপেন না করেই কল দেয়া যাবে মেসেঞ্জারে

উত্তরণবার্তা ডেস্ক : এবার আরও একটি নতুন ফিচার আনতে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার। তবে এটি এখনো গ্রাহক পর্যায়ে চালু করা হয়নি। এই সুবিধা চালু হলে সরাসরি ফেসবুক অ্যাপ থেকেই ভয়েস ও ভিডিও কল দেয়া যাবে, আলাদা করে গ্রাহকদের মেসেঞ্জার অ্যাপ চালু করতে হবে না। মূল ফেসবুক থেকে বেশ আগেই ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারকে আলাদা করে ফেলে ফেসবুক। ফলে ফেসবুক ব্যবহারের সময় কাউকে কল দেয়ার জন্য আলাদা করে মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করতে হতো।
 
তবে গত সেপ্টেম্বর মাসে ফেসবুক নিজেদের মূল অ্যাপগুলো সমন্বয় করে। এতে গ্রাহকরা দুই অ্যাপ ডাউনলোড না করলেও মেসেজ, ভিডিও কল করার সুবিধা পান।তবে মূল অ্যাপে কলের সুবিধা নিয়ে আসলেও মেসেজিং, অডিও ও ভিডিও কলের সব সুবিধা পেতে ব্যবহারকারীদের মেসেঞ্জারেও থাকতে হবে বলে গ্যাজেট ৩৬০-কে জানিয়েছেন ফেসবুকের এক মুখপাত্র।
উত্তরণবার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ