শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:০৮
ব্রেকিং নিউজ

পিনন-খাদির ঐতিহ্য টিকিয়ে রেখেছেন সরতা চাকমা

পিনন-খাদির ঐতিহ্য টিকিয়ে রেখেছেন সরতা চাকমা

উত্তরণ বার্তা প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নং নোয়াপাড়া গ্রাম। গ্রামের বাসিন্দা সরতা চাকমার (৬০) কোমরতাঁতে তৈরি পিনন-খাদির আলাদা কদর রয়েছে। ঘরের কাজের অবসরে মাসে তিনটি পিনন ও তিনটি খাদি বুনতে পারেন। তাঁর বোনা পিনন-খাদি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বিক্রি হয়। গত ৮ মে বিকেলে নোয়াপাড়ায় গিয়ে দেখা যায়, নিজ আঙিনায় পিনন বুনতে ব্যস্ত সরতা চাকমা। তিনি বলেন, ‘ছোটবেলায় দেখে দেখে তাঁতে কাপড় বোনা শিখেছি। আমার কোনো ওস্তাদ নেই। আমি একটু সময় নিয়ে কাপড় বুনি। সে জন্য আমার বোনা কাপড়ের মান ভালো এবং দামও বেশি।’ লোকজন বাড়িতে এসেই সরতা চাকমার তৈরি পিনন-খাদি কিনে নিয়ে যান। এক সেট পিনন-খাদি বুনতে সুতায় খরচ হয় আড়াই হাজার টাকা। আর বিক্রি করি আট থেকে ৯ হাজার টাকা। জানালেন, মাসে তিন সেট পিনন খাদি বিক্রি করে ১৫ হাজার টাকা আয় হয় তাঁর। এই আয়ে সংসারের খরচ চালান।

সরতা চাকমা বলেন, ‘আমি দিনে পাঁচ ঘণ্টা কোমর তাঁতে কাজ করি। বাড়িতে আমার বোনা কোনো কাপড় জমা থাকে না। সবই বিক্রি হয়ে যায়।’ কথা বলার ফাঁকে এমিলি চাকমা নামে এক ক্রেতা বাড়িতে এসেছেন পিনন-খাদি কিনতে। কালো রঙের কারুকাজ করা পিনন-খাদিটি দেখে নয় হাজার টাকায় কিনে নিলেন। তিনি বলেন, ‘সরতা মাসির কাছ থেকে আমি বেশ কয়েকটি পিনন-খাদি কিনে নিয়েছি। ওনার বোনা কাপড় অনেক মানসম্মত। আত্মীয়স্বজনের কাছে পাঠাই, বিক্রিও করি। কাপড়ের মান ভালো হওয়ায় আমার মাধ্যমে বিভিন্নস্থান থেকে পিনন-খাদির ফরমাশ আসে।’ স্থানীয় কারবারি তৃদীব চাকমা সরতা চাকমা সম্পর্কে বলছিলেন, ‘সরতা চাকমার কোমর তাঁতে কারুকাজ করা মানসম্মত কাপড় বোনার ভালো সুনাম রয়েছে। এ বয়সেও কোমর তাঁতে এত সুন্দর কাপড় বোনা সত্যিই প্রশংসনীয়। আর কোমর তাঁতটি আমাদের একটি ঐতিহ্যের অংশও। তিনি ঐতিহ্য টিকিয়ে রেখেছেন।’
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK