রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:২৬
ব্রেকিং নিউজ

আবারও ৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা

আবারও ৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা

উত্তরণবার্তা ডেস্ক :তিন দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে অতি তীব্র তাপপ্রবাহ। আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অতি তীব্র এই তাপপ্রবাহের ফলে পথচারী ও শ্রমজীবী মানুষেরা কাহিল হয়ে পড়ছে। দুর্ভোগে পড়েছে দিনমজুর শ্রেণির মানুষ। এ অবস্থায় বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস।
 
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ একই অবস্থায় থাকতে পারে। আগামী সপ্তাহে এ তাপমাত্রা হ্রাসের পরিবর্তে বাড়তেও পারে। চুয়াডাঙ্গা বড় বাজারের ভ্যানচালক আব্দুস সামাদ বলেন, ‘আমার ভ্যানে ইঞ্জিন (মটর) নেই। এ জন্য গরমের মধ্যে অল্পতেই হাপিয়ে উঠছি। আবার গরমের কারণে যাত্রীও কম।’
 
চা বিক্রেতা মো. মাসুদ বলেন, ‘সারাদিন রাস্তার ধারে ঝাঝালো রোদের মধ্যে বসে আছি। কিন্তু খরিদ্দার (ক্রেতা) নেই। তাপের কারণে দিনের বেলায় কেউ চা খেতে আসছে না।’
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ