বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ১৯:০৭

গোপালগঞ্জের ১১৪ শিক্ষার্থী পেল জেলা পরিষদের শিক্ষাবৃত্তি

গোপালগঞ্জের ১১৪ শিক্ষার্থী পেল জেলা পরিষদের শিক্ষাবৃত্তি

উত্তরণবার্তা প্রতিবেদক : গোপালগঞ্জে এসএসসি ও এইচ এস সিতে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ। আজ রোববার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই শিক্ষাবৃত্তি দেয়া হয়। 
 
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক অরুণ কুমার সোম এবং শিক্ষার্থী সাদিয়া ও মোহাম্মদ আলী। 
 
অনুষ্ঠানে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত জেলার ৫ উপজেলার ১১৪ জন শিক্ষার্থীর মধ্যে ৫০০০ টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK