শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ০৬:২২
ব্রেকিং নিউজ

সুনামগঞ্জে বন্যা উপদ্রুত এলাকায় সিলেট বিভাগীয় কমিশনারের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জে বন্যা উপদ্রুত এলাকায় সিলেট বিভাগীয় কমিশনারের ত্রাণ বিতরণ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলায় বন্যা উপদ্রুত বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার ও সদর উপজেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও দুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণসামগ্রি বিতরন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী। শুক্রবার দিনব্যপী ত্রাণসামগ্রী বিতরণকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, শুক্রবার দিনব্যাপী জেলার শাল্লা উপজেলার মৌরাপুর, পোড়ারপাড়, সরসপুর, শ্যামসুন্দর স্কুল, শাল্লা সরকারি ডিগ্রি কলেজ, মৌরাপুর, বিলপুর, প্রতাপপুর ও উজানযাত্রাপুর আশ্রয়ন কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করেছেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ