রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ১২:০৯

দলের সঙ্গে শুক্রবার দেশে ফিরছেন না লিটন-সৌম্য

দলের সঙ্গে শুক্রবার দেশে ফিরছেন না লিটন-সৌম্য

উত্তরণবার্তা ডেস্ক : বিশ্বকাপের মিশন শেষ হয়েছে মঙ্গলবার সকালে। সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে এবারের বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তরা এখন আছেন দেশের পথে।

বাংলাদেশ দলকে বহনকারী বিমান ২৮ জুন শুক্রবার সকাল ৮ টায় ঢাকায় অবতরণের কথা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে দলের সঙ্গে বিশ্বকাপ স্কোয়াডে থাকা দুই সদস্য লিটন দাস ও সৌম্য সরকার ফিরছেন না।

একদিন পর ২৯ জুন তাদের ফেরার কথা রয়েছে। দেশে ফেরার পর দুই সপ্তাহের লম্বা ছুটি পাবেন শান্তরা। এরপর তাদের চট্টগ্রামে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।

ছুটিতে যাবেন জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরা। দুবাই থেকে যে যার মতো ছুটিতে যাবেন চন্ডিকা হাথুরুসিংহেরা। আগামী ১৯ জুলাই তাদের দেশে ফেরার কথা।

গ্রুপপর্ব ও সুপার এইট মিলে বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে ৭টি ম্যাচ। গ্রুপপর্বে চারটির তিনটিতে জিতলেও সুপারএইটে বাংলাদেশ ছিল জয়হীন। আফগানদের বিপক্ষে সেমিফাইনালে ওঠার বড় সুযোগ হারিয়েছে, উল্টো হেরে বসেন শান্তরা।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK