রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ১১:৫৮

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪টি খাল দখলমুক্ত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪টি খাল দখলমুক্ত

উত্তরণবার্তা প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়  ৪টি খাল দখলমুক্ত করেছে  উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত অভিযান চালিয়ে পিঞ্জুরী ইউনিয়নের তারাইল-সোনাখালী খাল, সোনাখালীর কুমলাবতী খাল, কোনের বাড়ির কলমামুনিয়া খাল, দেওপুরা খাল দখলমুক্ত করেন। দীর্ঘদিন ধরে এসব খাল দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি, পরিবেশ বিপর্যায়, নৌ চলাচল ব্যাহত ও কৃষি কাজ বাঁধাগ্রস্ত হচ্ছিল। চরম বিপাকে পড়েছিল মুক্ত জলাশয় থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা মৎস্যজীবীরা। এর ফলে উপজেলা প্রশাসন এ খালগুলো দখলমুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করেন।

এ সকল খাল দখলমুক্ত হওয়ায় উপজেলা প্রশাসনকে ধনব্যাদ জানিয়েছেন এলাকাবাসী।  উপজেলা দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু বলেন, উপজেলার ৪টি খাল দখলমুক্ত করায় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এভাবে অভিযান চালিয়ে উপজেলার সকল দখলকৃত খাল অবমুক্ত করার দাবি জানাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, উপজেলার বিভিন্ন বিলের খালগুলোতে বাঁধ দিয়ে মাছ চাষের বিষয়টি আমাদের নজরে আসে। এরপর আমরা খালগুলো দখলমুক্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করি। আমাদের এ পদক্ষেপের অংশ হিসেবে  বুধবার প্রথম দিনে পিঞ্জুরী ইউনিয়নের ৪টি খালে অভিযান চালিয়ে দখলমুক্ত করি। আমাদের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK