শনিবার, ২২ জুন ২০২৪, ৭ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ০২:০১

মানসম্পন্ন শিক্ষাই অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে পারে : মতিয়া চৌধুরী

মানসম্পন্ন শিক্ষাই অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে পারে : মতিয়া চৌধুরী

উত্তরণবার্তা প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জাতির সমৃদ্ধি অর্জন করতে হলে প্রথমে প্রয়োজন মানসম্পন্ন শিক্ষা। আর মানসম্পন্ন শিক্ষাই অন্ধকার দূরীভূত করে আমাদেরকে আলোর পথ দেখাতে পারে। আজ শনিবার তার নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলায় মুজিব শতবর্ষ মুক্তমঞ্চে শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রণোদনা বিতরণকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন, নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন ও জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন মতিয়া চৌধুরী উপজেলার গণপদ্দী, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বর্দী ও নকলা পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমান এবতেদায়ী মাদ্রাসার মেধাক্রমানুসারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রথম ১০ জন শিক্ষার্থী এবং সকল নি¤œ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং সমমান দাখিল মাদ্রাসার মেধাক্রমানুসারে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির প্রথম ১০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সমহারে আর্থিক প্রণোদনা বিতরণ করেন।

এরপর মতিয়া চৌধুরী উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ১৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK