রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ০৯:৪০

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে শোক পালন করছে বাংলাদেশ

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে শোক পালন করছে বাংলাদেশ

উত্তরণবার্তা  প্রতিবেদক : হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই শোক পালন করা হচ্ছে।

শোক পালনের অংশ হিসেবে সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, প্রেসিডেন্ট রাইসিসহ নিহত অন্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও হবে বিশেষ প্রার্থনা।

রোববার দেশটির পূর্ব আজারবাইজান থেকে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ ৯ আরোহী।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK