বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৮:২৯

বিএনপি-জামাত বাঙালি জাতিসত্তাকে কলঙ্কিত করতে চায় : নাছিম

বিএনপি-জামাত বাঙালি জাতিসত্তাকে কলঙ্কিত করতে চায়  :  নাছিম

উত্তরণবার্তা প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় বাঙালি জাতিসত্তা, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করব।

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামাত নামক গোষ্ঠী সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে আমাদের বাঙালি জাতিসত্তাকে কলঙ্কিত করতে চায়। এরা অসাম্প্রদায়িক অনুষ্ঠানগুলোকে নষ্ট করে আমাদের ঐতিহ্যগুলোকে নষ্ট করতে চায়।’

১৪ এপ্রিল রোববার  সকালে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে বাহাদুর শাহ পার্কের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধন অনুষ্ঠানে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি-জামাত বাংলাদেশে সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করে। বিএনপি-জামাতীদের হাত থেকে আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশকে রক্ষা করতে হবে। আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের  বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। কোন ষড়যন্ত্রই আমাদের এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।’

তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে। অসাম্প্রদায়িক চেতনার মূল বিষয় হল আমাদের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অসাম্প্রদায়িক চেতনায় আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে হবে। এই অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা করার জন্য দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন।

‘স্বৈরাচারী এরশাদের পতনের পর অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল। রমনার বটমূলে যে বৈশাখী অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটি খালেদা জিয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ করে দিয়েছিল। বাঙালি জাতির বৈশাখী যে আয়োজন হতো সেটি বন্ধ করে দেয়া হয়েছিল, নিষিদ্ধ করে দেয়া হয়েছিল।  কারণ অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে উঠুক এটি বিএনপি-জামাত চায়নি।’

আওয়ামী লীগ আয়োজিত বাংলা নববর্ষের আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণের পূর্বে বাহাউদ্দিন নাছিম সকাল ৬:১৫ মিনিটে রাজধানীতে বাংলা নববর্ষ বরণের সবচেয়ে বড় আয়োজন রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী সংগীতায়োজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK