রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২২:৪০
ব্রেকিং নিউজ

ঢাকায় নৌকা ১৭, স্বতন্ত্র ৩ আসনে বিজয়ী

ঢাকায় নৌকা ১৭, স্বতন্ত্র ৩ আসনে বিজয়ী

উত্তরণবার্তা প্রতিবেদক : ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে ১৭টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ৩ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ৭ জানুয়ারি রোববার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দপ্তরের ঘোষিত ফলাফলে তারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী সালমান ফজলুর রহমান ১ লাখ ৪৯ হাজার ৯৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে  তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৭৮৬ ভোট পান।

ঢাকা-২ আসনে কামরুল ইসলাম ১ লাখ ৫৪ হাজার ৪৪৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম ট্রাক প্রতীকের হাবিবুর রহমান পেয়েছেন ১০ হাজার ৬৩৫ ভোট।

ঢাকা-৩ আসনে নসরুল হামিদ নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৩২ হাজার ৭৩২ ভোটে বিজয়ী হয়েছেন। নিকটতম জাতীয় পার্টির মনির সরকার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৬৮ ভোট।

ঢাকা-৪ আসনে নৌকার সানজিদা খানমকে হারিয়ে জিতেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। আওলাদ পেয়েছেন ২৪ হাজার ৭৭৫ ভোট, আর সানজিদা ২২ হাজার ৫৭৭ ভোট।

ঢাকা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান মোল্লা ৫০ হাজার ৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী হারুনুর রশিদ পেয়েছেন ৫০ হাজার ৩৩৪ ভোট।

ঢাকা-৬ আসনে নৌকার প্রার্থী সাঈদ খোকন ৬১ হাজার ৭০৩ ভোট পেয়ে জিতেছেন। নিকটতম মিনার প্রতীকের রবিউল আলম মজুমদার পেয়েছেন ১ হাজার ১০৯ ভোট।

ঢাকা-৭ আসনে নৌকার সোলায়মান সেলিম ৬৩ হাজার ৮১৭ ভোট পেয়ে জিতেছেন। নিকটতম জাপার সাইফুদ্দিন আহমেদ মিলন পেয়েছেন ৭ হাজার ৩০৮ ভোট।

ঢাকা-৮ আসনে নৌকার আ ফ ম বাহাউদ্দিন নাছিম ৪৬ হাজার ৬১০ ভোট পেয়ে জিতেছেন। নিকটতম জাপার জুবের আলম খান পেয়েছেন ৮৮০ ভোট।

ঢাকা-৯ আসনে নৌকার সাবের হোসেন চৌধুরী ৯০ হাজার ৩৯৬ ভোটে বিজয়ী হয়েছেন। নিকটতম জাপার কাজী আবুল খায়ের পেয়েছেন ২ হাজার ৭৯৪ ভোট।

ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নৌকায় ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর কাছে হেরেছেন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল, তিনি পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।

ঢাকা-১১ আসনে নৌকার ওয়াকিল উদ্দিন ৮৩ হাজার ৮৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম জাপার শামীম আহমেদ পেয়েছেন ২ হাজার ৭৪৭ ভোট।

ঢাকা-১২ আসনে নৌকায় ৯৪ হাজার ৬৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিকটতম জাপার খোরশেদ আলম পেয়েছেন ২ হাজার ২১৯ ভোট।

ঢাকা-১৩ আসনে নৌকার জাহাঙ্গীর কবির নানক ৯০ হাজার ৩৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম তরীকত ফেডারেশনের কামরুল হাসান পেয়েছেন ১ হাজার ৫২৯ ভোট।

ঢাকা-১৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল বিজয়ী হয়েছেন ৫৩ হাজার ৫৪০ ভোট পেয়ে। নিকটতম স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান ভোট পেয়েছেন ১৭ হাজার ৯১৪টি।

ঢাকা-১৫ আসনে নৌকায় কামাল আহমেদ মজুমদার ৩৯ হাজার ৬৩২ ভোটে বিজয়ী হয়েছেন। নিকটতম জাপার শামসুল হক পেয়েছেন ২ হাজার ৪৪ ভোট।

ঢাকা-১৬ আসনে নৌকায় ৬৫ হাজার ৬৩১ পেয়ে বিজয়ী হয়েছেন ইলিয়াস উদ্দিন মোল্লা। নিকটতম স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রবিন পেয়েছেন ৬ হাজার ৩১৪ ভোট।

ঢাকা-১৭ আসনে নৌকার মোহাম্মদ আলী আরাফাত ৪৮ হাজার ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম হিসেবে ১ হাজার ৩৮০ ভোট পেয়েছেন বিকল্পধারার আইনুল হক।

ঢাকা-১৮ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী। তিনি পেয়েছেন ৭৯ হাজার ৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৯০৯ ভোট।

ঢাকা-১৯ আসনে ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান তৃতীয় হয়েছেন। এই আসনে বিজয়ী সাইফুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৪১২ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র তৌহিদ জং মুরাদ পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট।

ঢাকা-২০ আসনে নৌকা নিয়ে বেনজীর আহমেদ ৮৩ হাজার ৭০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন ভোট পেয়েছেন ৫৪ হাজার ৬১৩টি।
উত্তরণবার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK