শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ২১:১৫

হেফাজতের তাণ্ডবের ১১ বছর, স্থবির মামলার কার্যক্রম

হেফাজতের তাণ্ডবের ১১ বছর, স্থবির মামলার কার্যক্রম

উত্তরণবার্তা প্রতিবেদক :  আজ ৫ মে। ২০১৩ সালের এ’দিনে হেফাজতে ইসলামের ব্যানারে সরকার উৎখাতের জন্য ব্যাপক জমায়েত হয়েছিলো মতিঝিলের শাপলা চত্বরে। সব আইনকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজধানী দখলের পাঁয়তারায় সেদিন মানুষ মেরে ও ব্যাপক ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগসহ তাণ্ডব চালিয়েছিল হেফাজতের কর্মীরা। পরে মধ্যরাতে পুলিশ, র‌্যাব, বিজিবির যৌথ অভিযানে তারা চলে যেতে বাধ্য হয়।

কোরআন-সুন্নাহ বিরোধী সব আইন বাতিল-সহ ১৩ দফা দাবিতে জমায়েত ঘটিয়েছিল হেফাজতে ইসলাম। অরাজনৈতিক ব্যানার হলেও বিএনপি-জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলোর প্রত্যক্ষ সহযোগীতায় এ’দিন নারকীয় তাণ্ডবে মেতে উঠেছিল তারা।  

দিনভর রাজধানীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় হেফাজত ও তাদের দোসররা। বিশেষ করে পল্টন, ফকিরাপুল, প্রেসক্লাব, কাকরাইলসহ আশপাশ এলাকা হয়ে ওঠে বিভীষিকাময়।

জানমাল রক্ষায় এ’দিন মধ্যরাতে যৌথ অভিযানে নামে পুলিশ, র‌্যাব, ও বিজিবির সদস্যরা। প্রায় ঘন্টাব্যাপী অভিযানে পিছু হটে হেফাজত।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে রাজধানীসহ বিভিন্ন স্থানে হেফাজতের ২২ কর্মীসহ ৩৯ জন নিহত হয়েছিল। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতার দায়ে ৮৩টি মামলা হয়। তবে অধিকাংশ মামলার তদন্ত এখনও শেষ হয়নি।

এসব মামলায় ৩ হাজার ৪১৬ জনের নাম উল্লেখসহ ৮৪ হাজার ৯৭৬ জনকে আসামি করা হয়েছিল। ১১ বছর পেরিয়ে গেলৌ বর্তমানে মামলাগুলোর কার্যক্রম একেবারেই স্থবির।

৮৩ মামলার মধ্যে যেগুলোর চার্জশিট দেয়া হয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তির কথা জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK