বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২২:৫১

ডোপ টেস্টে পজিটিভ হয়ে ৪ বছর নিষেধাজ্ঞার মুখে পগবা

ডোপ টেস্টে পজিটিভ হয়ে ৪ বছর নিষেধাজ্ঞার মুখে পগবা

উত্তরণবার্তা ডেস্ক : ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবা ডোপ টেস্টে পজিটিভ হয়ে ফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন। তদন্ত শেষে নিষিদ্ধ কোনো দ্রব্য সেবনের ঘটনার সত্যতা মিললে ফুটবল থেকে চার বছরের নিষেধাজ্ঞা খড়্গ নামতে পারে জুভেন্টাস তারকার ওপর। পগবার এজেন্ট রাফায়েলা পিমেন্তা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। ইতালির বেশ কয়েকটি সংবাদমাধ্যমও জানিয়েছে, ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন পগবা।
 
গত ২০ আগস্ট সিরি ‘আ’তে উদিনেসের মাঠে খেলতে গিয়েছিল জুভেন্টাস। সেই রাতে ৩-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে ‘তুরিনের বুড়ি’রা। সদ্য চোট থেকে সেরা ওঠায় ওই ম্যাচে পগবাকে মাঠে নামাননি কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। ম্যাচ শেষে রুটিন চেকআপের অংশ হিসেবে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
 
ইতালির জাতীয় মাদকবিরোধী সংস্থা জানিয়েছে, পরীক্ষায় টেস্টোস্টেরনের (পুরুষদের প্রধান স্টেরয়েড হরমোন, যা শুক্রাশয়ে উৎপন্ন হয়) মাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়েছে। টেস্টোস্টেরন খেলোয়াড়দের মাঠে শক্তি বাড়াতে সহায়তা করে। দ্রব্যের উপস্থিতির বিষয়টি শতভাগ নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে। যদি শেষ পর্যন্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
 
পগবার সাময়িক নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করলেও এজেন্ট পিমেন্তার দাবি, তাঁর মক্কেল অজান্তেই এমনটা করেছেন, ‘সত্যি কথা বলতে পল পগবা কখনোই নিয়মবহির্ভূত কিছু করতে চাননি। আমরা যতক্ষণ পর্যন্ত না পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হাতে পাচ্ছি, ততক্ষণ এর বেশি কিছু বলতে পারব না।’
 
পগবার ক্লাব ক্যারিয়ার ঘুরেফিরে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। সর্বশেষ গত বছর ইউনাইটেড থেকে আবার জুভেন্টাসে ফিরেছেন। তুরিনের ক্লাবটিতে ফেরার পর থেকেই চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে। গত বছর ফ্রান্সের বিপক্ষে কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি। সিরি ‘আ’র নতুন মৌসুমে ২ ম্যাচ মিলিয়ে খেলেছেন ৫২ মিনিট। দুবারই নেমেছেন বদলি হিসেবে।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK