শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:২৯
ব্রেকিং নিউজ

পঞ্চমবার চ্যাম্পিয়ন চেন্নাই

পঞ্চমবার চ্যাম্পিয়ন চেন্নাই

উত্তরণবার্তা ডেস্ক : চরম নাটকিয়তার পর এমএস ধোনির হাতেই উঠলো আইপিএলের শিরোপা। ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে হার্ডিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সকে শেষ বলে হারিয়ে পঞ্চবারের মতো চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুললো চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করে গুজরাট ২১৪ রান করলেও, বৃষ্টি বাধায় ১৫ ওভারে ১৭১ রানের টার্গেট পেয়ে ৫ জয়ের বন্দরে পৌছায় চেন্নাই।

আবারো শিরোপা জিতলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ দুই বলে দরকার ছিলো ১০ রান। রবীন্দ্র জাদেজার ছয়-চারে স্বপ্নভঙ্গ হলো হার্ডিক পান্ডিয়ার। পঞ্চমবারের মতো সোনালী ট্রফি নিজের করে নিলো চেন্নাই। এরআগে, আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ২২ গজে ঝর তোলেন হৃদ্দিমান সাহা ও শুবমান গিল। ৩৯ রান করে গিল ফিরলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন সাহা। দলীয় ১৩১ রানে সাহা বিদায় নেয়ার পর বিধংসী ব্যাটিংয়ে ঝড় তোলেন শাই সুদর্শন।

৪৭ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৯৬ রানে সাজঘরে ফেরেন সুদর্শন। পরে অধিনায়ক হার্ডিক পান্ডিয়ার ১২ বলে ২১ রানের ইনিংসে আইপিএলের ইতিহাসে ফাইনাল ম্যাচে সর্বোচ্চ স্কোর গড়ে গুজরাট। জবাবে চেন্নাই ব্যাটিংয়ে নামলে তিন বল মাঠে গড়ানোর পরেই হানা দেয় বৃষ্টি। বৃষ্টি থামলেও মাঠ প্রস্তুত করতে সময় লাগে প্রায় আড়াই ঘন্টা। পরে ডিএলএস পদ্ধতিতে চেন্নাইয়ের টার্গেট দাঁড়ায় ১৫ ওভারে ১৭১।

ওভার প্রতি ১২ রানের লক্ষ্যে পাওয়ার প্লের ৪ ওভারে ৫২ রান তোলেন দুই ওপেনার ঋতুরাজ পায়কোয়াড ও ডেভন কর্নওয়ে। তবে তাদের দু’জনকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ গুজরাটের হাতে এনে দেন আফগান স্পিনার নূর আহম্মেদ। পরে আজিঙ্কে রাহানের ১৩ বলে ২৭, আম্বাতি রাইডুর ৮ বলে ১৯।শিভাম দুবের অপরাজিত ৩২ আর শেষের ৬ বলে ১৫ রানের বিধ্বংসি ইনিংস খেলে ধোনিকে শিরোপা এনে দেন রবীন্দ্র জাদেজা। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডেভন কর্নওয়ে আর টুর্নামেন্ট সেরা হয়েছেন শুবমান গিল। এ জয়ে আইপিএল ইতিহাসে মুম্বাইয়ের সর্বোচ্চ পাঁচ শিরোপায় ভাগ বসালো চেন্নাই সুপার কিংস।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK