শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:৫৫
ব্রেকিং নিউজ

রাজধানীতে ঘন কুয়াশা পড়বে আরও ৩ দিন

রাজধানীতে ঘন কুয়াশা পড়বে আরও ৩ দিন

উত্তরণ বার্তা ডেস্ক : রাজধানীসহ সারাদেশে ঘন কুয়াশার দাপট আরও ৩ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ২৪ জানুয়ারি রোববার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ শাহীনুর রহমান বলেন, আগামী দুই থেকে তিনদিন ঢাকায় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে।

এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে দুই দফায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আগামী তিনদিন দেশের কোথাও শৈত্যপ্রবাহ থাকবে না। তাপমাত্রা প্রায় একই থাকবে। এরপর ২৭ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তখন আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এদিকে, আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ