রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২৩:২৩
ব্রেকিং নিউজ

সুনামগঞ্জে উপকারভোগীদের মধ্যে ৭১ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

সুনামগঞ্জে উপকারভোগীদের মধ্যে ৭১ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলায় আজ বিভিন্ন উপকারভোগীদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৭১ লাখ ১০ হাজার টাকার  অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই চেক প্রদান করা হয়। জেলা প্রশাসন ও  জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এর মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত (ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া) ৯৬ জনকে ৫০ হাজার টাকা করে ৪৮ লাখ টাকা, ৫০টি সাধারণ  স্বেচ্ছাসেবী  সংগঠনকে  ১৮ লাখ ১০ হাজার টাকা এবং বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায়  সেলাই  মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের উপকরণ সহায়তা বাবদ  ৫০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ৫ লাখ টাকার  চেক বিতরণ করা হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক  মো: জাহাঙ্গীর  হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়।এসময় অন্যানোর মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন,  জেলা পরিষদের সাবেক সদস্য ফৌজিআরা বেগম শাম্মী ও পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনিসহ জেলা সমাজকল্যাণ কমিটির নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ