রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২১:৩৭
ব্রেকিং নিউজ

ভোলায় বিদ্যুতের তারের সাথে ঝোলানো ব্যানার-ফেস্টুন অপসারণের উদ্যোগ

ভোলায় বিদ্যুতের তারের সাথে ঝোলানো ব্যানার-ফেস্টুন অপসারণের উদ্যোগ

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলা শহরে বিদ্যুতের তারের সাথে ঝোলানো সকল ব্যানার-ফেস্টুন, ইন্টারনেট-ডিস লাইন অপসারণের উদ্যোগ  নিয়েছে ভোলা (ওয়েস্ট জোন প্ওায়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) ওজোপাডিকো। বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ডায়গনস্টিক সেন্টার, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজৗনতিক দলের বিদ্যুতের তারের সাথে ঝোলানো সব লাইন-ব্যানার-ফেস্টুন নিজ  উদ্যোগে  খুলে  ফেলতে বলা হয়েছে।আগামী ৪ দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ এসব অপসারণ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। ইতোমধ্যে এ বিষয়ে মাইকিং করা হয়েছে। ভোলা ওজোপাডিকো’র সহকারী প্রকৌশলী মো: মাজেদ বাসস’কে জানান, বিদ্যুত লাইনের সাথে বিভিন্ন লাইনের তার, ব্যানার ও ফেস্টুনের ফলে আমাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। বিশেষ করে শহরের চৌমহোনী, কালীনাথ রায়ের বাজার, সদর রোড হয়ে বাংলা স্কুল মোড়, উকিল পাড়া হয়ে যুগীর খোল, বাসস্ট্যান্ড, নতুন বাজার, গাজীপুর রোড এলাকাসহ বেশ কিছু এলাকায় এ সমস্যা রয়েছে। তিনি জানান, এসব লাইন ও ব্যানার সব বিদ্যুতের তারের সাথে বাঁধা। এতে একটু বাতাস হলে বিদ্যুত লাইন আলগা ও দুর্বল হয়ে পড়ে। অনেক সময় বাতাসে ব্যানার-ফেস্টুন ছিড়ে বিদ্যুত লাইনের উপর পড়ে থাকে। এসব বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী খালেদুল ইসলাম খান বাসস’কে বলেন, বিদ্যুতের লাইনের সাথে অন্য কিছু থাকা ঠিক নয়। এটা একটা বিপজ্জনক । আমরা মাইকিং করেছি তারের সাথে বাধাঁ ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন লাইনগুলো যাতে খুলে নেওয়া হয়। অনেক সময় দেখা যায় ভারী ট্রাক বা উঁচু যানবাহন গেলে অন্য লাইন বা ব্যানারের সাথে লেগে বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়। শহরের সদর রোডের ব্যবসায়ী বাহার আলী ও মো: দুলাল হোসেন বলেন, সদর রোডের কিছু পয়েন্টে মাকরসার জালের মতো তারের অবস্থা। তাই বিদু্যূত বিভাগের এসব অপসারণের এমন উদ্যোগকে স্বাগত জানান তারা।
উত্তরণবার্তা/এআর

 

  মন্তব্য করুন
     FACEBOOK