শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:০৪
ব্রেকিং নিউজ

রৌমারীতে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকরা

রৌমারীতে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকরা

উত্তরণবার্তা প্রতিবেদক : রৌমারীতে আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এবছর রৌমারীতে বন্যা না হওয়ায় রোপা আমন ধানের তেমন ক্ষতি সাধন হয়নি। এবার উচুনিচু সকল জমিতে ব্যাপক রোপা আমন চাষ হয়েছে। রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে যাদুরচর ইউনিয়ন কৃষিকর্মকর্তা আঙ্গুর মিয়া  জানান , এবছর রৌমারীতে প্রায় সারে ৭ হাজার হেক্টর জমিতে রোপা আমনধান চাষ হয়েছে। এরমধ্যে রয়েছে, বি আর-১১, হাইব্রিট ১২০৩, টিয়া, এজেট, ব্রী-৭৪, ব্রী-৩৯, ধানি গোল্ড, রীনা-৭, বীনা-১৭ সহ স্থানীয় জাতের ধান চাষ করা হয়।  
 
অন্যান্য বছর দফায় দফায় বন্যার ফলে রোপা আমন চাষ ব্যাহত হলেও এবছর বন্যা না হওয়া ও আবহাওয়া অনুকুলে থাকায় আমন ধান চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে। আমন ধান চাষের বিষয়ে মির্জাপাড়া গ্রামের কৃষক নুরুল হক, কড়াই কান্দির কদম আলী, ইজলামারীর আজাহার, ইচাকুড়ির আবুল হাশেম বলেন, নিয়মিত বৃষ্টি ও আবহাওয়া অনুকুলে থাকায় এবছর বাম্পার রোপা আমন ধান হয়েছে। কোন প্রকার প্রাকৃতিক দূযোর্গ না হলে এবছর রৌমারী উপজেলায় সর্বচ্চ রোপা বাম্পার ফলনের আশা করছ্নে খেটে খাওয়া কৃষকরা। 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ