শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৬:০৮
ব্রেকিং নিউজ

১২৯ ফায়ার স্টেশন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২৯ ফায়ার স্টেশন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরণ বার্তা প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফায়ার সার্ভিসকে শক্তিশালী করার জন্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্রতি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন নতুন ১২৯টি ফায়ার স্টেশন স্থাপন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর-১০ এর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং সেন্টারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত দেশজুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা ৪৩৬টি। ২০২১ সালে আরও ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এর ফলে তখন ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৫৬৫টি। এছাড়া, আরও ১১টি আধুনিক মডেল ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।’ ফায়ার সার্ভিসের জনবল বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার ক্ষমতায় আসার আগে ফায়ার সার্ভিসের জনবল ছিলো ৬ হাজার ১৭৫ জন। এখন আছে ১৩ হাজার ১০০ জন। এই জনবল ২৫ হাজারের অধীক করার জন্য কাজ চলছে।’
 
একসময় ফায়ার সার্ভিসের ৯তলা পর্যন্ত অগ্নি নির্বাপনের সক্ষমতা ছিলো। বর্তমানে সেই সক্ষমতা ২০তলা পর্যন্ত, আগামী বছর ২২তলা পর্যন্ত সক্ষমতা অর্জন করবে বলেও জানান তিনি। মানুষ ফায়ার সার্ভিসকে বিপদের বন্ধু মনে করে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘সড়কে বা নদীতে যেখানেই দুর্ঘটনা সেখানেই ফায়ার সার্ভিসের কর্মীরা সেবা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি মনে করি, এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মাধ্যমে কর্মীদের পেশাগত দক্ষতা বাড়বে।’
 
উত্তরণ বার্তা/এআর
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ