বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:৪৮
ব্রেকিং নিউজ

চার নভোচারীকে নিয়ে স্পেসএক্স রকেটের পৃথিবী ত্যাগ

চার নভোচারীকে নিয়ে স্পেসএক্স রকেটের পৃথিবী ত্যাগ

উত্তরণ বার্তা বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পৃথিবী ত্যাগ করেছে চারজন নভোচারী।  ২৩ এপ্রিল শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে ফ্লোরিডার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে একটি স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযানে করে তারা পৃথিবী ছেড়ে যায়। এ খবর প্রকাশ করেছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, চারজনের মধ্যে দুইজন মার্কিন নভোচারী ও নাসার বিজ্ঞানী শেন কিম্ব্রো এবং মেগান ম্যাক আর্থার, ইউরোপীয়ান স্পেস এজেন্সি থেকে ফ্রান্সের নভোচারী থমাস পেসকুইট এবং জাপানের আকিহিকো হোশিনো।
শনিবার সকালে তাদের বহনকারী ক্রু ড্রাগন ক্যাপসুলটি ডক্সে অবতরণ করবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তারা আগামী ছয় মাস অবস্থান করবে। ইনডিভৌর নামের ক্রু ড্রাগন ক্যাপসুলটি এর আগে ২০২০ সালের মে মাসে নাসার নভোচারী রবার্ট বেহনকেন এবং ডগলাস হারলিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে গিয়েছিল।
উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK