শনিবার, ২৯ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
ঢাকা সময়: ০৩:৫৬
ব্রেকিং নিউজ

প্রথমার্ধে গোল পায়নি আর্জেন্টিনা-চিলির কেউ

প্রথমার্ধে গোল পায়নি আর্জেন্টিনা-চিলির কেউ

উত্তরণবার্তা ডেস্ক : লিওনেল মেসির শটটা এক আঙুল এদিক-সেদিক হলেই হতো! তাহলে আর্জেন্টিনার গোলের অপেক্ষা ফুরাত। চিলির বিপক্ষে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি আর্জেন্টিনা। প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে আর্জেন্টিনার শুরুটা হয়েছে প্রত্যাশিত মতো। অন্যদিকে চিলি পয়েন্ট ভাগাভাগি করে পেরুর বিপক্ষে। প্রতিযোগিতায় টিকে থাকতে আজ চিলির পয়েন্ট পেতেই হবে। অন্যদিকে এক ম্যাচ আগেই আর্জেন্টিনা নিশ্চিত করতে চায় দ্বিতীয় রাউন্ড।

দুই দলের লক্ষ্য যখন অভিন্ন মাঠে ভালো প্রতিদ্বন্দ্বীতা হবে ধরে নেওয়াই যায়। সেটাই হয়েছে। বল দখল এবং লড়াকু ফুটবলে আর্জেন্টিনা ও চিলি প্রথমার্ধে কেউ কাউকে ছাড় দেয়নি। তাইতো গোলের দেখাও মেলেনি। তবে ম্যাচের ৩৬ মিনিটে মেসি গোল করার সূবর্ণ সুযোগ পেয়েছিলেন। ডি বক্সের অনেক বাইরে থেকে ফাঁকায় শট নিয়েছিলেন। চিলির গোল রক্ষক ক্লাউডিও ব্রাভো জায়গা থেকেও নড়েননি। বল গোলপোস্টে আলতো চুমু খেয়ে বেরিয়ে যায় বাইরে। একটু এদিক-সেদিক হলেই মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে যেতে পারতো।

প্রথমার্ধের যোগ করা সময়ে জুলিয়ান আলভারেজের শট ব্রাভো ফিরিয়ে দিয়ে গোলপোস্ট সুরক্ষিত রাখেন। অন্যদিকে চিলি প্রথমার্ধে গোলমুখে কোনো শট নিতে পারেনি। মিড ফিল্ডেই বারবার আটকে যাচ্ছে তারা। বল দখলে আর্জেন্টিনা ৬৩ শতাংশ নিয়ে এগিয়ে আছে। চিলির দখলে বল কেবল ৩৭ শতাংশ।

দ্বিতীয়ার্ধে কার মুখে হাসি ফোটে সেটাই দেখার।  
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK