বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২৩:২৮

চুয়াডাঙ্গায় আজও তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল

চুয়াডাঙ্গায় আজও তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল

উত্তরণবার্তা প্রতিবেদক : চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময়ে বাতাসের আদ্রতা বেশি থাকায় জনজীবনে দুর্ভোগ ছিল বেশি।
 
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা ছিল চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ‘চলতি এপ্রিল মাসের শেষদিন পর্যন্ত কোনো সুখবর নেই। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তাপমাত্রা বেশিরভাগ দিনই ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।
 
এখনো তা অব্যাহত রয়েছে। তাপমাত্রা একই অবস্থানে থাকতে পারে। তাপমাত্রা বেড়ে যেতেও পারে।’ এদিকে চুয়াডাঙ্গায় তীব্র রোদের তাপ ও গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকেই রোদের তাপ অস্বাভাবিক হয়ে পড়ছে। সকাল ৯টার পর থেকে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করছে। বেলা যত বাড়তে থাকে এর সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে রোদের তাপ। মানুষ স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছে না।  চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, সবাইকে হিট অ্যালার্ট মেনে চলতে হবে। হিট স্ট্রোক রোধে সাবধান থাকতে হবে।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK