সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৫:৩৩
ব্রেকিং নিউজ

তাপদাহের কারনে চুয়াডাঙ্গায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

তাপদাহের কারনে চুয়াডাঙ্গায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

উত্তরণবার্তা  প্রতিবেদক : টানা তাপদাহের কারনে চুয়াডাঙ্গার জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। এর থেকে জনসাধারণকে রক্ষা করার জন্য চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। রোববার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা ত্রাণ কর্মকতা মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিভাস চন্দ্র সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান।

সভায় প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে বেলা ১১ টা থেকে ৪ টা পর্যন্ত সবাইকে ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়া প্রচুর পরিমানে পানি পান করা, গবাদিপশু পশুপাখির গা ধোয়ানো, মাছ রক্ষার্থে চাষকৃত পুকুরে পানির গভীরতা বাড়ানো ও খাদ্য প্রয়োগ কমিয়ে দেয়ার পরামর্শ দেয়া হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK