রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১২:৪১

উপজেলা নির্বাচন: প্রথম ধাপের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে

উপজেলা নির্বাচন: প্রথম ধাপের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে

উত্তরণবার্তা প্রতিবেদক : প্রথম ধাপের ১৫২ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ; ভোটগ্রহণ হবে ৮ মে। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি আর অভিযোগ-পাল্টা অভিযোগে জমজমাট শেষ সময়ের প্রচার-প্রচারণা। অন্যদিকে, যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে চায় কমিশন।

মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচার-প্রচারণা। বৈশাখের খরতাপেও ক্লান্তিহীন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা।  

ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেঁয়ে গেছে নীলফামারীর ডিমলা ও ডোমারের পথঘাট। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ডোমারের আট এবং ডিমলার চারজন চেয়ারম্যান প্রার্থী। প্রচার-প্রচারণায় বাধা এবং ভোটের পরিবেশ রয়েছে অভিযোগ-পাল্টা অভিযোগও।

প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও।

নির্বঘ্নে ভোট দিতে চান ভোটাররা। শান্তিপূর্ণ ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

সুনামগঞ্জের দিরাই ও শাল্লায় দুই লাখ ৮৭ হাজার ১২৭ জন ভোটারের মন জয়ে গণসংযোগ প্রায় শেষ করে এনেছেন প্রার্থীরা। এ দুই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান এবং ৬ জন সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী।

এলাকার উন্নয়নে কাজ করা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা।

ফুলপুর ছাড়াও প্রথম ধাপে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা পরিষদের নিবার্চন ৮ মে। পোস্টারে পোস্টারে ছেয়েছে ঝিনাইদহের দুটি উপজেলার শহর থেকে গ্রামাঞ্চল। শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

মিছিল, লিফলেট বিতরণসহ রাতে-দিনের প্রচারে জমে উঠেছে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনের দিন ভালো পরিবেশের অপেক্ষায় ভোটাররা।

ভোটকে প্রভাবমুক্ত রাখতে কেন্দ্রে কেন্দ্রে থাকবে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ