বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:০৫
ব্রেকিং নিউজ

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা ২৫ এপ্রিল থেকে

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা ২৫ এপ্রিল থেকে

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলায় কাপ্তাই হ্রদে আগামী ২৫ এপ্রিল মধ্যরাত থেকে ২৪ জুলাই পর্যন্ত তিনমাস সকল প্রকার মাছ শিকার ও বিপণনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মাছ আহরণ নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত  সভায়  মাছ শিকারের ওপর এ নিষেধাজ্ঞা ঘোষণা করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

সভায়  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, জেলায় বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূইয়া, জেলা মৎস্য কর্মকর্তা অধীর দাস, নৌ পুলিশ প্রতিনিধি, মৎস্য ব্যবসায়ীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও সুষম বংশবৃদ্ধির লক্ষ্যে হ্রদে তিনমাস মাছ আহরণের উপর  নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মাছ আহরণ বন্ধকালীন সময়ে সরকারের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারো বেকার জেলেদের বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা প্রদান করা হবে।

এ ছাড়া অবৈধ উপায়ে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের গুরুত্বপূর্ণ স্থানে নৌ-পুলিশ মোতায়েন করা হবে।

সভায় কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে  স্থানীয় বরফ কল বন্ধ থাকাসহ স্থানীয় বাজার ও কাপ্তাই হ্রদ মনিটরিং করার সিদ্ধান্ত নেয়া হয়।
উত্তরণবার্তা/এআর 

  মন্তব্য করুন
     FACEBOOK