বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৬:০৭

ভোলায় অসহায় মানুষকে কোস্টগার্ডের স্বাস্থ্য সেবা

ভোলায় অসহায় মানুষকে কোস্টগার্ডের স্বাস্থ্য সেবা

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার উপজেলা সদরে মঙ্গলবার পাঁচ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৫৫০ জন অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন দক্ষিণ জোনের সিনিয়র মেডিকেল অফিসার গাইনোকোলজিস্ট সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসমিন আক্তার ও মেডিসিন স্পেশালিষ্ট সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. জাহিদুল ইসলাম। স্টাফ অফিসার (অপারেশন) সালাউদ্দিন রশিদ তানভীরসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ।

কোস্টগার্ড জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূল ও চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে আসছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছে। যার ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK