মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২২:০৪
ব্রেকিং নিউজ

ইতিহাদের যন্ত্রণা ভুলতে চান আনচেলত্তি, রিয়ালকে ভয় পান না গার্দিওলা

ইতিহাদের যন্ত্রণা ভুলতে চান আনচেলত্তি, রিয়ালকে ভয় পান না গার্দিওলা

উত্তরণবার্তা ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের নকআউট পর্বের লড়াই জমে উঠেছে বেশ। তাতে সবার চোখ আজ ইতিহাদ স্টেডিয়ামে। রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির দ্বিতীয় লেগের লড়াইয়ের দিকে। ইউরোপ সেরার প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনালের বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ইউরোপের সেরা দুই লিগের দুই জায়ান্ট। 
 
এই লড়াইয়ের আগে স্বাভাবিকভাবেই অতীতের ইতিহাস চলে আসছে। সেদিকে তাকালে অবশ্য রিয়ালের জন্য সুখকর কিছুই নেই। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে স্প্যানিশ জায়ান্টদের সামনে ইতিহাস মানেই ‘এক হালি’ গোলের বিভীষিকা। গত মৌসুমে এই মাঠেই শেষ চারের লড়াইয়ে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গিয়েছিল মাদ্রিদের দলটি। 
 
তবে অতীত নয়, বর্তমান নিয়েই ভাবতে চান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী রিয়াল বস, ‘অতীতে কী ঘটেছে, সেদিকে তাকানো যাবে না। আগের লেগের কথা মাথায় রেখে আগামীকালের ম্যাচ নিয়ে ভাবতে হবে। লড়াই করতে হবে এবং আত্মবিশ্বাসী হতে হবে। আমরা বিশ্বাস করি, সমস্যা তৈরি করার (সিটির জন্য) সামর্থ্য আমাদের আছে।’
 
রিয়াল কোচ হুমকি দিয়ে রাখলেও কাজটা মোটেই হবে না। কেননা, ইতিহাদ স্টেডিয়ামে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪১ ম্যাচে অপরাজিত আছে সিটি। ঘরের মাঠে পেপ গার্দিওলার দল সবশেষ হেরেছিল ২০২২ কাতার বিশ্বকাপের আগে। চলতি মৌসুমে ঘরে-বাইরে মিলিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ ধরে অপরাজিত আছে ইংলিশ চ্যাম্পিয়নরা। 
 
আবার চ্যাম্পিয়ন লিগের ইতিহাসের দিকে তাকালে রিয়ালকে সমীহ করতেই হবে সিটির। এই আসরের সবশেষ ১৩ আসরের মধ্যে ১১ বারই সেমিফাইনালে খেলেছে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল। এজন্য তাদের প্রতি সমীহ থাকলেও ভয়ের কোন কারণ দেখছেন না সিটির বস গার্দিওলা।
 
রিয়ালকে নিয়ে গার্দিওলার সোজা কথা, ‘ওদের ভয় পাই না। ওদের অনেক সম্মান করি আমি। অনেকবার ওদের মুখোমুখি হয়েছি। তাদের হারাতে ভালো খেলতে হবে। হয়তো হারবো বা জিতবো, কিন্তু আমি ওদের ভয় পাই না, যদি তারা আমাদের হারায়, আমরা ওদের অভিনন্দন জানাব।’
 
চলতি আসরের প্রথম লেগে রিয়ালের মাঠে ৩-৩ ড্র করে ফেরে সিটি। সেই ম্যাচে সিটির সেরা তারকা আরালিং হালান্ড ছিলেন নিষ্প্রভ। আজ তিনি জ্বলে উঠলে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন মিইয়ে যেতে পারে। তবে মাঠের লড়াইয়ে কি হয়, সেটার জন্য অপেক্ষা করতেই হচ্ছে।
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK