শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৯:০৯
ব্রেকিং নিউজ

দেশের পথে এমভি আবদুল্লাহ, পৌঁছাবে ১২ মে : মালিকপক্ষ

দেশের পথে এমভি আবদুল্লাহ, পৌঁছাবে ১২ মে  :  মালিকপক্ষ

উত্তরণবার্তা ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর মুক্তি পাওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। মালিকপক্ষ জানিয়েছে, আগামী ১২ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে জাহাজটি।আজ মঙ্গলবার জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  

এর আগে, সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্তির ৮ দিন পর গত ২১ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে পৌঁছায় এমভি আব্দুল্লাহ। এরপর ওই বন্দরে জাহাজে থাকা ৫৫ হাজার মেট্রিক টন কয়লা আনলোড করা হয়।

উল্লেখ্য, আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। এরপর জাহাজটি ছিনতাই করে জলদস্যুরা ১৪ মার্চ দুপুর ২টার দিকে জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যায়।  

সোমালিয়ান উপকূলে দীর্ঘ প্রায় ১ মাসের বেশি সময় জিম্মি থাকার পর ১৩ এপ্রিল মুক্ত হন নাবিকরা। মুক্তিপণ দেওয়ার পর ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে জলদস্যুরা জাহাজ থেকে নেমে যায়। এরপর মুক্ত হন ২৩ নাবিক। ছাড়া পাওয়ার পরপরই ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ এমভি আব্দুল্লাহর নিরাপত্তায় যায়। জাহাজটি উচ্চ ঝুঁকিপূর্ণ সোমালিয়ান সমুদ্র উপকূল পাড়ি দিয়ে ২১ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে পৌঁছায়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ