শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:২৩

ভোলায় সেমাই কারখানাকে জরিমানা

ভোলায় সেমাই কারখানাকে জরিমানা

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলার দৌলতখান উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরীর অপরাধে একটি কারখানাকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার বেলা ১১ টায় দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকার গুড ফুড এগ্রো নামের সেমাই কারখানাকে এ জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
মাহমুদুল হাসান জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এই অভিযান চালানো হয়। এসময় নকল মোড়ক ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির অপরাধে গুড ফুড এগ্রো নামের একটি কারখানাকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেছে জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।

উত্তরণবার্তা/ডেল
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ