শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১২:৩৮

চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেতিকো-ইন্টারের অগ্নিপরীক্ষা

চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেতিকো-ইন্টারের অগ্নিপরীক্ষা

উত্তরণবার্তা ডেস্ক : বিপরীত মেরুতে অবস্থান ইন্টার মিলান ও অ্যাতলেতিকো মাদ্রিদের। ইতালিয়ান লিগের শিরোপা ঘরে তোলা তাদের প্রায় নিশ্চিত। চ্যাম্পিয়নস লিগেও হাঁটছে সঠিক কক্ষপথে। আজ রাতে হার এড়াতে পারলেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে গতবারের ফাইনালিস্টরা।
 
অন্যদিকে লা লিগার শিরোপার দৌড়ে অনেকটাই পেছনে পড়ে গেছে অ্যাতলেতিকো। চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলেও অভাবনীয় কিছু করে দেখাতে হবে ডিয়োগো সিমিওনের শিষ্যদের। ইন্টারের মাঠ থেকে হেরে আসায় আজ রাতে জয়ের বিকল্প নেই মাদ্রিদের ক্লাবটির। ওদিকে পিএসভি এইন্দোভেন ও বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচে প্রথম লেগের ফল ১-১। তাই আজ যারা জিতবে তারাই টিকিট পাবে শেষ আটের।
 
ঘরে বাইরে দারুণ ছন্দে আছে ইন্টার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার দুর্দান্ত আত্মবিশ্বাস সঙ্গী করে সিমোনে ইনজাঘির দল পা রেখেছে স্পেনের রাজধানীতে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিল তারা গতবার।
 
আরেক ধাপ এগিয়ে ২০১০ সালের পর আবার শিরোপা উৎসবে মাতোয়ারা হতে চায় ইন্টার। ইনজাঘির দলের ওই স্বপ্ন ভেঙে চুরমার করে অ্যাতলেতিকো কি পারবে ঘুরে দাঁড়ানোর অনন্য কাব্য রচনা করতে?
সাম্প্রতিক সময়ের ফর্মের নিরিখে সম্ভবত খুব আশাবাদী নয় অ্যাতলেতিকো সমর্থকরাও। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৯ ম্যাচে তাদের জয় মোটে একটি। এর মধ্যে পাঁচ ম্যাচেই তারা বল পাঠাতে পারেনি প্রতিপক্ষের জালে। তা ছাড়া নিজেদের সর্বশেষ তিনটি নক আউট ম্যাচে প্রথম লেগে হারের পর তাদের বিদায়ঘণ্টা বেজেছে প্রতিবার।
 
অবশ্য এত সব নেতিবাচকতার মাঝে তাদের আশাবাদী হওয়ারও অনুষঙ্গ আছে যথেষ্ট। নিজেদের মাঠ, ওয়ান্দা মেত্রোপলিতানোয় সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৩২ ম্যাচে অ্যাতলেতিকোর হার মোটে একটি। চোট কাটিয়ে আন্তেয়ান গ্রিয়েজমানের ফেরাও অ্যাতলেতিকোর জন্য দারুণ সুখবর।
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK