শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ০৯:৪৬
ব্রেকিং নিউজ

ব্রাজিলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ৩৯ জনের প্রাণহানি

ব্রাজিলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ৩৯ জনের প্রাণহানি

উত্তরণবার্তা ডেস্ক : ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সময় ৩ মে  শুক্রবার স্থানীয় নাগরিক সুরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে। এর আগে গত সোমবার থেকে রাজ্যটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

রিও গ্রান্ডে ডো সুলের নাগরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, এখনও ৬৮ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উরুগুয়ে ও আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যটিতে কমপক্ষে ১৭ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বেশ কয়েকটি শহরের সড়ক নদীতে পরিণত হয়েছে।

এসব শহরের রাস্তা ও সেতু ধ্বংস হয়ে গেছে। প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে একটি ছোট জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধস হয়েছে। বাঁধের কাঠামোর আংশিক ধসে পড়েছে।

বেন্টো গনকালভস শহরের দ্বিতীয় বাঁধও ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। বাধের আশপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK