সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৭:২৭
ব্রেকিং নিউজ

কচি-কাঁচার আয়োজনে মাতৃভাষা দিবসের আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন

কচি-কাঁচার আয়োজনে মাতৃভাষা দিবসের আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন

উত্তরণবার্তা প্রতিবেদক : ঐতিহ্যবাহী শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে   ২১ শে ফেব্রুয়ারি বুধবার সেগুনবাগিচাস্থ সংগঠনের  মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক- গবেষক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ।

আলোচনা পর্বে অংশ নেন মেলার সভাপতি ড. রওশন আরা ফিরোজ। অনুষ্ঠানে বক্তব্য রাখে শিশুবক্তা সর্ব দেবনাথ এবং সভাপতিত্ব করেন আদিয়ান মাসুদ হক। আলোচনা পর্ব শেষে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হাতের লেখা ও বানান প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK