বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:৪১
ব্রেকিং নিউজ

করোনাকালে অবকাশ ও উৎসব

করোনাকালে অবকাশ ও উৎসব

উত্তরণ বার্তা প্রতিবেদক : প্রকৃতিতে বসন্ত এসে গেছে। বেড়ানো আর নানা উৎসব উদ্‌যাপনের এটাই সময়। পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস চলে গেল, সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে ছুটি, আগামী মাসে আছে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী—এমন নানা উৎসব আর ছুটিতে মেতে উঠবেন মানুষ। সমুদ্র, পাহাড়, চা-বাগান বেড়ানো তো আছেই। আছে বনভোজনের আয়োজন। বিয়ের মতো উৎসবও চলছে সীমিত আকারে। বইমেলা আয়োজনেরও পরিকল্পনা হয়েছে।

যদিও সবকিছুর মধ্যেই খরনিশ্বাস ফেলে রেখেছে করোনা মহামারি। সংক্রমণের হার কমেছে, মৃত্যুহারও; শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। তবু করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বা ভীতি একেবারে উবে যায়নি। তাই যা-ই করুন না কেন, সতর্কতা অবলম্বন করতে ভুলবেন না। ক্ষণিকের আনন্দ যেন পরিবারে বা বন্ধুমহলে বড় কোনো দুঃখ বয়ে না আনে। বৃহত্তর জনগোষ্ঠী টিকার আওতায় আসার পরও কিন্তু কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার এই পরিস্থিতিতে কোথাও অবকাশযাপনে যাওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখা দরকার। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের পরামর্শগুলো একবার চোখ বুলিয়ে নেয়া যায়।

উত্তরণ বার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK