রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৭:২১

জয়পুরহাটে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

জয়পুরহাটে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলায় আজ ‘দেশকে নিয়ে ভাববো, নীতির পথে চলবো’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তত্ত¡াবধানে  পরিচালিত সততা সংঘের উদ্যোগে অস্বচ্ছল ও মেধাবী দশজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 
 
আজ সোমবার জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব সামগ্রি বিতরণ করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
 
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁর উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আফজাল হোসেন। অনুষ্ঠানে অস্বচ্ছল ও মেধাবী দশজন শিক্ষার্থীকে জনপ্রতি ছয়হাজার টাকা ও অন্যান্য শিক্ষা উপকরণ প্রদান করা হয়। 
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ