বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৪:১০
ব্রেকিং নিউজ

মন্ত্রীদের শপথের ফাইল বঙ্গভবনে পৌঁছালো

মন্ত্রীদের শপথের ফাইল বঙ্গভবনে পৌঁছালো

উত্তরণবার্তা ডেস্ক : মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ গ্রহণের ফাইল বঙ্গভবনে  পৌঁছে গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব ওসমান গনি এসব ফাইল নিয়ে বঙ্গভবন গেছেন। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে। শপথের পর তাদের দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। ২৫ মন্ত্রীর মধ্যে নতুন মুখ রয়েছেন ১২ জন। অন্যদিকে ১১ প্রতিমন্ত্রীর মধ্যে নতুন প্রতিমন্ত্রী নিয়োগ পেতে যাচ্ছেন সাত জন। যদিও তাদের মধ্যে কয়েকজন আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
 
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেন বুধবার (১০ জানুয়ারি)। বিজয়ী দলের নেতা জাতীয় সংসদের নেতা নির্বাচিত হন বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, উপনেতা হন মতিয়া চৌধুরী। এদিন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি।
উত্তরণবার্তা/এসএ

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ