শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:৪২

টানা দুদিন তাইওয়ানের আকাশসীমায় চীনা যুদ্ধবিমান

টানা দুদিন তাইওয়ানের আকাশসীমায় চীনা যুদ্ধবিমান

উত্তরণ বার্তা আন্তর্জাতিক ডেস্ক : পরপর দুদিন তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমায় প্রবেশ করলো চীনা যুদ্ধবিমান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক জোরদারের ঘোষণার পরপর এ ঘটনা ঘটলো। শনিবার দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের প্রতিরক্ষা অঞ্চলে চীনের চারটি যুদ্ধবিমান ও আটটি বোমারু বিমান প্রবেশ করে। রোববার একই এলাকায় ১৫টি যুদ্ধবিমান ওড়ায় বেইজিং।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীন ছয়টি জে-১০ ফাইটার, চারটি জে-১৬এস, দুটি এসইউ-৩০এস, একটি ওয়াই-১৮ পরিদর্শক বিমান এবং দুটি ওয়াই-৮ অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমান পাঠিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘আকাশ সতর্কতা নির্দেশনা দেওয়া হয়েছে, রেডিও সতর্কতা জারি করা হয়েছে এবং কর্মকাণ্ড পর্যবেক্ষণে আকাশ প্রতিরক্ষা ব্যভস্থা মোতায়েন করা হয়েছে।’ চীনের পক্ষ থেকে রোববারের ঘটনার জন্য কোনো মন্তব্য করা হয়নি। এর আগে বেইজিং বলেছিল, দেশের স্বার্বভৌমত্ব রক্ষা এবং যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের আঁতাতের ব্যাপারে সতর্ক করতেই তারা পদক্ষেপ নিয়েছে।
উত্তরণ বার্তা/এআর


 

  মন্তব্য করুন
     FACEBOOK