শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১০:৪১
পলিটিকোর প্রতিবেদন

ইউক্রেনে ব্যর্থতা মেনে নিতে প্রস্তুত হচ্ছে বাইডেন প্রশাসন

ইউক্রেনে ব্যর্থতা মেনে নিতে প্রস্তুত হচ্ছে বাইডেন প্রশাসন

উত্তরণবার্তা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন ইউক্রেনে ব্যর্থতা মেনে নিতে ‘নীরব প্রস্তুতি শুরু করেছেন।’ বিশেষ করে, ইউক্রেন যে পাল্টা আক্রমণের কথা বলছে তা খুব বেশি সাফল্য বয়ে আনবে না বলেই মূল্যায়ন মার্কিন প্রশাসনের। ২৪ এপ্রিল সোমবার জার্মান মালিকানাধীন মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ওপরে ওপরে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা অটুট থাকলেও ভেতরে বাইডেন প্রশাসন ইউক্রেনের ব্যর্থতা মেনে নিতে প্রস্তুত হচ্ছে। মার্কিন থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেইন রিলেশনসের প্রেসিডেন্ট রিচার্ড হাস পলিটিকোকে বলেছেন, ‘যদি ইউক্রেন নাটকীয়ভাবে কোনো অগ্রগতি দেখাতে না পারে তবে এ প্রশ্ন উঠা স্বাভাবিক যে, তাহলে কী এখনই আলোচনার মাধ্যমে এই যুদ্ধ থামানোর উপযুক্ত সময়।’
 
রিচার্ড হাস আরও বলেন, ‘এটি (যুদ্ধ) খুবই ব্যয়বহুল এবং প্রতিনিয়ত আমাদের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। আমরা এখন একটি আশঙ্কাজনক পরিস্থিতির মধ্যে রয়েছি। বিশ্বের এটি (আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করা) মেনে নেয়ার জন্য প্রস্তুত হওয়া উচিত।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে যেসব অস্ত্র ও সরঞ্জাম চেয়েছিল তার প্রায় সবই ‘পাঠিয়েছে’ কিন্তু বন্ধ দরজার আড়ালে, যুক্তরাষ্ট্র ‘ইউক্রেনের সক্ষমতা এবং ফলাফল’ নিয়ে চিন্তিত।’ মার্কিন সামরিক বাহিনী বিশ্বাস করে যে, ইউক্রেনে চলমান সংঘাত অন্তহীন ‘পরিখা যুদ্ধে’ আটকে গেছে। যেখানে কোন পক্ষই খুব বেশি বা খুব দ্রুত অগ্রসর হতে পারছে না। তবে পেন্টাগনের বিশ্বাস, ইউক্রেন ক্রিমিয়াকে ঘিরে যে লক্ষ্য স্থির করেছে তার অর্জন করতে পারবে। তবে মার্কিন সামরিক বাহিনী তা মনে করে না, বরং তাদের দাবি কিয়েভ ক্রিমিয়ায় কেবল রাশিয়ায় সরবরাহ লাইনকে বাধাগ্রস্ত করতে পারবে।  
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ