মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:২০

দেশজুড়ে লেগ স্পিনার খুঁজবে বিসিবি

দেশজুড়ে লেগ স্পিনার খুঁজবে বিসিবি

 উত্তরণবার্তা ডেস্ক : লেগ স্পিনার সংকট কাটিয়ে উঠতে নতুন পরিকল্পনা নিচ্ছে বিসিবি। গত মাসে হেড অব প্রোগ্রাম হিসেবে ডেভিড মুরকে নিয়োগ দিয়েছে তারা। সেই মুরই এখন দেশজুড়ে লেগ স্পিনার খুঁজে বেড়াবেন।

শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাপন বলেন, ‘বিপিএল না কোনো কিছুতেই লেগ স্পিনার আসছে না। সাম্প্রতিক সময়ে আমরা যে ম্যানেজারকে (হেড অব প্রোগ্রাম) নিয়েছি সে আমাকে জানালো সে লেগ স্পিনারদের খুঁজে বের করার জন্য হান্টিং শুরু করবে সে সারা বাংলাদেশে। প্রতিটি জেলা, প্রতিটি বিভাগ অনুযায়ী। সে নিজে দেখে কিছু খেলোয়াড় নির্বাচন করার চেষ্টা করবে। দেখা যাক, আশা করি আমার দৃঢ় বিশ্বাস আমরা কয়েকটা ছেলে তো পাবোই।
এক বছরের মধ্যে ভালো লেগ স্পিনার পাওয়ার আশা পাপনের, ‘হয়তো এখনই তারা পুরোপুরি প্রস্তুত না। এমন পাবো না যে এখনই আমাদের জন্য জাতীয় দলে খেলতে পারবে। আমরা যদি পটেনশিয়াল আছে পাই, তাদেরকে যদি ভালো কোচের অধীনে দিতে পারি ৬ মাসের অনুশীলন। এক বছর পরে হলেও তো আমরা একটা ভালো লেগ স্পিনার পেতে পারি। আমরা ওই চেষ্টাটাই করবো।

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK