মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০২:০০
ব্রেকিং নিউজ

বাংলাদেশকে ১৪৫ রানের টার্গেট দিল ভারত

বাংলাদেশকে ১৪৫ রানের টার্গেট দিল ভারত

উত্তরণবার্তা ডেস্ক : মাস খানেক আগে আইপিএল খেলেছে ভারতের নারী ক্রিকেটাররা। টি-২০ খেলার মধ্যেই ছিলেন তারা। প্রস্তুতি ছিল ভালো। সিলেটে বাংলাদেশ নারী দলের বিপক্ষে ওভাবেই শুরু করে ভারত। শুরুতে ঝড়ো ব্যাটিং হলেও পরে অবশ্য লাগাম কিছুটা টেনে ধরে বাংলাদেশ। যে কারণে ১২ ওভারে ৯২ রান তোলা ভারত শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলতে পেরেছে।
 
টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার স্মৃতি মান্দানাকে (৯) বাংলাদেশ শুরুতে ফেরালেও শেফালি ভার্মা ও স্বস্তিকা ভাটিয়া দলকে বড় রানের দিকে তুলে নেন। শেফালি ২২ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩১ রান করে ফিরে যান। ৮.১ ওভারে দলের রান তখন ৬১। ১৪তম ওভারে ১০৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
 
অধিনায়ক হামমানপ্রীত কাউর ২২ বলে ৩০ রান করে আউট হন। তিনি চারটি চার মারেন। পরে স্বস্তিকা ২৯ বলে ৩৬ রান করেন। রিচা ঘোষ ২৩ রান করেন। এছাড়া সজীবন সাজানা ১১ রান যোগ করেন।
 
বাংলাদেশ দলের হয়ে রাবেয়া খাতুন ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন। পেসার মারুফা আক্তার ৩ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া ফারিহা তৃষ্ণা ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নিয়েছেন। 
উত্তরণবার্তা/এসএ
 
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK