বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৯:৪৮

রেকর্ডের খুব কাছে বিয়ন্সে

রেকর্ডের খুব কাছে বিয়ন্সে

উত্তরণবার্তা ডেস্ক : মার্কিন গায়িকা ও নৃত্যশিল্পী বিয়ন্সে গ্র্যামি জিতে রেকর্ডের খুব কাছে পৌঁছে গেলেন। আর মাত্র দুটি গ্র্যামি জিতলেই সলতিকে ছাড়িয়ে বিয়ন্সে গড়বেন নতুন ইতিহাস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর। এবারের আসরে এখন পর্যন্ত দুটি গ্র্যামি জিতেছেন বিয়ন্সে। এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ী হিসেবে ইতিহাস তৈরির আরও কাছে পৌঁছে গেছেন তিনি।

শুরুতেই এবার সেরা ড্যান্স রেকর্ডিং ও সেরা আর অ্যান্ড বি পারফরম্যান্স ক্যাটাগরিতে দুটি গ্র্যামি জিতে নেন বিয়ন্সে। ড্যান্স রেকর্ডিং ক্যাটাগরিতে ‘ব্রেক মাই সোল’ গানের জন্য এবং আর অ্যান্ড বি পারফরম্যান্স ক্যাটাগরিতে ‘প্লাস্টিক অফ দ্য সোফা’ গানের জন্য গ্র্যামি জেতেন তিনি। গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে দুটি পুরস্কার পাওয়ায় এখন পর্যন্ত বিয়ন্সের গ্র্যামির সংখ্যা দাঁড়িয়েছে ৩০টিতে।

আর একটি গ্র্যামি জিতলেই ইতিহাসের সবচেয়ে বেশি গ্র্যামি বিজয়ী জর্জ সলতির রেকর্ড স্পর্শ করবেন তিনি। আর দুটি জিতলেই সলতিকে ছাড়িয়ে গড়বেন নতুন ইতিহাস।এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান শুরু হয় লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় বিকেল ৫টায়। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করছেন।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK