শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৩:২৮

এমবাপ্পেদের নিয়ে গর্বিত ইমানুয়েল ম্যাক্রোঁ

এমবাপ্পেদের নিয়ে গর্বিত ইমানুয়েল ম্যাক্রোঁ

উত্তরণবার্তা ডেস্ক : সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। আসর জুড়ে এমন দুর্দান্ত খেলায় দলটির প্রশংসা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি কিলিয়ান এমবাপ্পেদের নিয়ে গড়া দিদিয়ে দেশমের দলকে নিয়ে তিনি গর্বিত।
 
মরক্কোর বিপক্ষে ফাইনালে উঠার লড়াইটি মাঠে বসে দেখেছেন ম্যাক্রোঁ। উল্লাস করেছেন থিও হার্নান্দেজ ও রন্দাল কোলো মুয়ানির গোলে ম্যাচ শেষে দলের ড্রেসিং রুমে গিয়ে কথা বলেছেন তিনি। ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আমাদের স্বদেশীদের সহজ ও নির্মল আনন্দ দরকার। যেটা খেলাধুলা দিয়ে থাকে, বিশেষ করে ফুটবল। আমি দেড় ঘণ্টা আগে যেমন ছিলাম তার চেয়ে এখন অনেক ভালো।’
 
তিনি আরও বলেন, ‘আমরা অনেক কষ্ট করেছি, কিন্তু আমরা একটি দুর্দান্ত দল দেখেছি। আমাদের কোচ এবং তার দলকে অনেক ধন্যবাদ। যা আসলে বেশ কয়েকটি প্রজন্মের মিশ্রণ, এটিই দুর্দান্ত। দেশমকে থাকতে হবে। এই ফ্রান্স দল নিয়ে আমি খুব গর্বিত।’ আগামী রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময়ে রাত ৯টায় শুরু দুই বিশ্ব চ্যাম্পিয়নের মাঠের লড়াই।
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK