শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:৩৬

নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু

নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলায় আজ নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকেলে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (অর্থ) খোন্দকার আজিম আহমেদ।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। সভায় বক্তারা বলেন, আখ এই এলাকার প্রধান অর্থকরি ফসল। চিনিকলে আখ সরবরাহ করে চিনিকলকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে হবে। চিনিকলে হাজারো মানুষের কর্মসংস্থান সুবিধা ছাড়াও কৃষকদের ভাগ্য চিনিকলের সাথে জড়িত। পরে অতিথিবৃন্দ চিনিকলের ডোঙায় আখ নিক্ষেপ করে মাড়াই কার্যক্রমের সূচনা করেন।
চলতি মৌসুমে ৮০ হাজার টন আখ মাড়াই করে চার হাজার ৯৬০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৬ দশমিক ২০ শতাংশ। ৫৪ মাড়াই দিবস কার্যক্রম চলবে।

উত্তরণবার্তা/ডেল

  মন্তব্য করুন
     FACEBOOK
আরও সংবাদ