রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৪৫
ব্রেকিং নিউজ

বিশ্বকাপের আগে দুঃসংবাদ শুনলেন লেভান্ডোভস্কি

বিশ্বকাপের আগে দুঃসংবাদ শুনলেন লেভান্ডোভস্কি

উত্তরণবার্তা ডেস্ক : কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিনদিন। এরমধ্যেই দুঃসংবাদ শুনলেন পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কি। রেফারির প্রতি 'অসম্মানজনক' আচরণের অভিযোগে লা লিগায় তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে বার্সেলোনার এই তারকাকে।
 
গত ৯ নভেম্বর লা লিগার ম্যাচে রেফারির সঙ্গে অশোভন আচরণ করেন লেভা। এতে লাল কার্ড পান পোলিশ তারকা। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয়বার লাল কার্ড পাওয়া। স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আরএফইএফ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, রেফারিদের প্রতি অবজ্ঞাপূর্ণ মনোভাব প্রদর্শনের কারণে লেভান্ডোভস্কিকে এই শাস্তি দেওয়া হয়েছে। বিশ্বকাপের পর লা লিগা শুরু হলে এই শাস্তি কার্যকর হবে। তবে বার্সা এই শাস্তির বিরুদ্ধে লিগের আপিল কমিটির কাছে আপিল করার কথা জানিয়েছে।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK