শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১২:২৩

ফের আইসিসির প্রেসিডেন্ট গ্রেগ বার্কলে

ফের আইসিসির প্রেসিডেন্ট গ্রেগ বার্কলে

উত্তরণবার্তা ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হলেন গ্রেগ বার্কলে। যিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের 'পছন্দের মানুষ' হিসেবেই বিশ্ব ক্রিকেটে পরিচিত। তাকে সমর্থন দিতে সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর নামও নির্বাচনে পাঠায়নি ভারত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই নিউজিল্যান্ডার আগামী ২ বছরের জন্য আইসিসির ক্ষমতায় থাকবেন।
 
নির্বাচনের কয়েকদিন আগে আইসিসির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দিয়েছিলেন জিম্বাবুয়ের তাভেঙ্গোয়া মুকুলানি। কিন্তু নির্বাচনের আগমুহূর্তে তিনি নিজেকে সরিয়ে নেন। তাই বার্কলে নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ভারত চেয়ারম্যান পদে কোনো প্রার্থী না দিলেও বিসিসিআই সচিব জয় শাহ আইসিসির আর্থিক এবং বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান হয়েছেন।  আইসিসির এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, 'আইসিসির প্রত্যেক সদস্যই জয়কে এই পদে মেনে নিয়েছেন। '
 
অকল্যান্ডের বাণিজ্যিক আইনজীবী বার্কলে এর আগে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান ছিলেন। ২০২০ সালের নভেম্বরে প্রথমবার আইসিসির চেয়ারম্যান হন। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে তিনি ডিরেক্টর পদে ছিলেন। এবার পুনঃনির্বাচিত হওয়ার পর বার্কলে বলেছেন, 'আইসিসির চেয়ারম্যান পদে দ্বিতীয় বার নির্বাচিত হতে পেরে সম্মানিত। সারাবিশ্বে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য গত দুই বছরে আমরা অনেক কাজ করেছি। সেটা আরও এগিয়ে নিয়ে যাব। '
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK