রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ২০:২৬
ব্রেকিং নিউজ

‘এতটা সফল হবো ভাবিনি’

‘এতটা সফল হবো ভাবিনি’

উত্তরণবার্তা  ডেস্ক : দীর্ঘদিন পর সিনেমায় ফিরেই বাজিমাত করলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। তার ‘পোন্নিয়িন সেলভান ১’ সিনেমাটি ঘিরে শুরু থেকেই প্রত্যাশার পাল্লা বেশ ভারী ছিল। অনেকেই ভবিষ্যত্ বাণী করেছিলেন বক্স অফিস মাতাবে সিনেমাটি। সেই ধারণাকে সত্যে রূপ দিয়ে মাত্র দুই সপ্তাহে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছে ‘পোন্নিয়িন সেলভান ১’। মণি রত্নম পরিচালিত এ সিনেমাটি মুক্তির মাত্র দুই সপ্তাহে ঘরে তুলেছে ৪৫০ কোটি টাকা! যা আয়ের দিক দিয়ে পেছনে ফেলেছে চলতি বছর ৩ জুন মুক্তি পাওয়া ‘বিক্রম’ সিনেমাটিকে। এই সিনেমাটি সারাবিশ্বে আয় করেছিল ৪৪২ কোটি!

বাণিজ্য সমীক্ষা বলছে, সপ্তাহান্তেও প্রেক্ষাগৃহ ভরা থাকছে। দর্শকের মন জয় করে নিয়ে বক্স অফিসে ভালোই নম্বর তুলছে ঐশ্বরিয়া-কমল হাসানের সিনেমাটি। এদিকে দক্ষিণের সবচেয়ে বড় মাল্টিস্টারার ‘পোন্নিয়িন সেলভান ১’ সিনেমাটি নির্মাণও বেশ জাঁকজমকপূর্ণ। এমনকি সবচেয়ে ব্যয়বহুল তামিল সিনেমাগুলোর তালিকায়ও স্থান করে নিয়েছে এটি। পাশাপাশি সিনেমাটিতে একঝাঁক তারকার দেখাও মুগ্ধ করেছে দর্শকদের।

নিজের এমন সাফল্যে ঐশ্বরিয়া বলেন, ‘দর্শক আমাকে এখনও ভালোবাসে সেটা এই সিনেমাটি মুক্তির পর নতুন করে বুঝতে পারলাম। সত্যি দর্শকদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। এতটা সফল হবো ভাবিনি। কৃতজ্ঞতা সবার প্রতি।’ ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, একই বছরে দুটি ব্লকবাস্টার মুক্তি পাওয়া দক্ষিণে এক বিরল ঘটনা, তা-ও চার মাসের ব্যবধানে! শুধু তাই নয়, নির্মাতারা আশাবাদী যে, ২০২৩ সালে মুক্তি পেতে চলা ‘পোন্নিয়িন সেলভান ২’ প্রথম কিস্তির রেকর্ড ভাঙবে।

জানা গেছে, আগামী গ্রীষ্মে সিনেমাহলে ঝড় তুলবে সিক্যুয়েল। মণি এর আগে নিশ্চিত করেছিলেন যে, প্রথম সিনেমার ৬ থেকে ৯ মাসের মধ্যে পরেরটি মুক্তি পাবে। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর তামিল, হিন্দি, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় ‘পোন্নিয়িন সেলভান ১’ মুক্তি দেওয়া হয়েছে। দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে।
উত্তরণবার্তা/এআর

  মন্তব্য করুন
     FACEBOOK