বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ০৮:২০
ব্রেকিং নিউজ

নীলফামারীতে ওএমএসের আওতায় ১৫ হাজার ২০০ পরিবার

নীলফামারীতে ওএমএসের আওতায় ১৫ হাজার ২০০ পরিবার

উত্তরণবার্তা প্রতিবেদক : জেলায় ওএমএসের সুবিধায় এসেছে ১৫ হাজার ২০০ পরিবার। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে বক্তৃতা দেন পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী প্রমুখ। 
 
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক ভূঁইয়া জানান, ওএমএস কর্মসূচির আওতায় জেলার ছয় উপজেলায় ১৫ হাজার ২০০ পরিবার ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি করে চাল পাবেন। এজন্য জেলায় মোট ৪২ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। প্রতিদিন ১৯ জন করে ডিলার ১৯টি পয়েন্টে ২ টন করে মোট ৩৮ টন চাল বিক্রয় করবেন। নভেম্বর মাস পর্যন্ত সপ্তাহে কার্যক্রম চলবে পাঁচ দিন। 
উত্তরণবার্তা/এসএ
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK