শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১৬:৫৩
ব্রেকিং নিউজ

র‍্যাংকিংয়ে উন্নতির আশা জামালের

র‍্যাংকিংয়ে উন্নতির আশা জামালের

উত্তরণবার্তা ডেস্ক : সর্বশেষ ঘোষিত ফিফা র‍্যাংকিংয়ে ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গত এশিয়ান কাপ বাছাইয়ে বাজে পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখে র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ম্যাচ দুটি জিতে র‍্যাংকিংয়ে উন্নতির আশা করছেন অধিনায়ক জামাল ভুঁইয়া।আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া এবং ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
 
দুটি ম্যাচই হবে প্রতিপক্ষের মাঠে। এই ম্যাচ দুটি সামমে রেখে আজ থেকে মাঠের অনুশীলন শুরু করেছে হাভিয়ের কাবরেরার দল। অনুশীলনের প্রথম দিনে ফুটবলারদের ফিটনেস নিয়ে বেশি কাজ করিয়েছেন স্প্যানিশ এই কোচ।গতকাল ডেনমার্ক থেকে সরাসরি টিম হোটেলে যোগ দেন অধিনায়ক জামাল ভুঁইয়া। লম্বা ভ্রমণের পর আজ নেমে পড়েছেন অনুশীলনে। তিন সপ্তাহের অনুশীলনে ভাল প্রস্তুতি দরকার মনে করেন জামাল। তাহলেই কম্বোডিয়া ও নেপালকে হারানো সম্ভব। পাশাপাশি দুই ম্যাচ জিতে র‍্যাংকিংয়ে উন্নতির আশা জামালের,'অনেক দিন পর এক সঙ্গে অনুশীলন করেছি। ভালো লাগছে। সবাই জানে অনুশীলন শুরু হবে।  ফিফা র‍্যাংকিংয়ে আমরা ১৯২তম স্থানে। আমরা সবাই উন্নতি চাই। এই দুই ম্যাচে ৬ পয়েন্ট পেলে সামনে এগিয়ে যেতে পারবো।  আমি ফুটবলপ্রেমীদের কাছে দুঃখ প্রকাশ করছি যে, র‍্যাংকিংয়ে আমরা অনেক নিচে আছি। '
 
র‍্যাংকিংয়ে কম্বোডিয়ার অবস্থান ১৭৪ এবং নেপালের ১৭৬। কাছাকাছি র‍্যাংকিংয়ে থাকায় দুই দলের বিপক্ষেই জয়ের দারুণ সম্ভাবনা দেখছেন বাংলাদেশ অধিনায়ক,আমরা ভালো ফুটবল খেলতে পারি তা প্রমাণ করেছি। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে জয়ের ভাল সম্ভাবনা আছে। ওরা মনে করছে বাংলাদেশ সহজ দল কিন্তু আমরা তা নই। আমরা জয়ের জন্যই খেলব। আমরা সবাই জেতার জন্য এসেছি। এখন ভালো প্রস্তুতি দরকার। পর্যাপ্ত অনুশীলনের জন্য তিন সপ্তাহ যথেষ্ট। '
 
দশ বছরের অধিক সময় ধরে দেশের ঘরোয়া ফুটবল খেলছেন জামাল ভুঁইয়া। তার মতে আগের থেকে প্রিমিয়ার লিগের মান আরো বেড়েছে,'লিগে আগের চেয়ে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে।  ৫/৬টি ভালো দল আছে। বসুন্ধরা একটু আলাদা। অবশ্যই আরো উন্নতি করতে হবে। সবাই উন্নতি করতে চাই। আমরা দেখছি বসুন্ধরার সুযোগ-সুবিধা, পুলিশের মাঠ আছে, সুযোগ সুবিধা আছে। সব ক্লাবের এমন সুযোগ-সুবিধা থাকলেই উন্নতি হবে। '
উত্তরণবার্তা/এসএ
 
 
 

  মন্তব্য করুন
     FACEBOOK