শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
ঢাকা সময়: ১১:৩৯

পচেত্তিনো গেলে মেসি ভালো করবে: ডি মারিয়া

পচেত্তিনো গেলে মেসি ভালো করবে: ডি মারিয়া

উত্তরণবার্তা প্রতিবেদক : চুক্তি শেষ হওয়ায় অ্যাঞ্জেল ডি মারিয়াকে বিদায় বলেছে পিএসজি। ফ্রি এজেন্টে থাকা আর্জেন্টাইন সুপার স্টার এবার পিএসজি নিয়ে সাহসী মন্তব্য করেছেন। প্রভাবশালী আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি’কে তিনি বলেছেন, কোচ মাউরিসিও পচেত্তিনো ক্লাব ছাড়লে লিওনেল মেসি আরও ভালো করবেন। ডি মারিয়া বলেছেন, ‘পিএসজি পচেত্তিনোকে ছাঁটাই করবে বলেই মনে হচ্ছে। জোরালো সম্ভাবনা আছে। যা-ই ঘটুক মেসি সেটা সামলাতে পারবে। তিনি  (কোচ) চলে গেলে আগামী মৌসুমে মেসি আরও ভালো করবে। শেষ দিকে মেসি গোল করেছে, গোলে সহায়তা করেছে, সাবলীলভাবে খেলতে পেরেছে, নতুন মৌসুমে ভালো শুরু করতে এটা তাকে সহায়তা করবে।’ 
 
পিএসজি’র জার্সিতে সাত মৌসুমে খেলেছেন ডি মারিয়া। বয়স হয়ে গেছে ৩৪ বছর। তার সঙ্গে তাই চুক্তি নবায়ন করেনি প্যারিসের ক্লাবটি। আর্জেন্টাইন তারকা জানিয়েছেন, সামনে আরও অনেকের পিএসজি ছাড়তে হবে। ক্লাব তাকে সহজে বিদায় জানাতে পেরেছে, কারণ তার চুক্তি শেষ হয়ে গেছে। বিষয়টি নিয়ে তিনি একটু কষ্ট পেয়েছেন। তবে সেটা বেশি নয় বলেও উল্লেখ করেন। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ও লা ফিনালিসিমায় ইতালির বিপক্ষে গোল করে শিরোপা জেতা ডি মারিয়া বলেছেন, ‘এক দিক থেকে দেখলে একটু খারাপ লেগেছে, অন্য দিক থেকে ভাবলে এটা তেমন কিছু নয়। খুব বিশেষভাবে বিদায় জানাতে পেরেছি। এটা ভুলে যাওয়ার মতো নয়। পিএসজি ভক্তরা আমাকে ভালোবেসেছেন। এমনটা সকলের সঙ্গে ঘটে না।’ 
 
ফ্রি এজেন্টে থাকা ডি মারিয়ার এখন নতুন ঘর খুঁজতে হচ্ছে। বিশ্বকাপের মৌসুমে তিনি ইউরোপের শীর্ষ পর্যায়ের কোন ক্লাবে যেতে চান। চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান। জুভেন্টাস তাকে দলে নেওয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। ওল্ড লেডিদের হয়ে খেলতে আপত্তি নেই তার। তবে বার্সেলোনা তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে। সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বার্সার প্রতিই এখন বেশি আগ্রহী।
উত্তরণবার্তা/এসএ
 

  মন্তব্য করুন
     FACEBOOK